Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা

পেকুয়া ঐতিহাসিক সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির প্রথম প্রস্তুতি সভা গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় উত্তর সাবেকগুলদী বায়তুর রহমান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

শওকত ইসলাম চৌধুরী বাহদুরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য দেন মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী।

প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম আজাদ।

আব্দু রহিমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তাফা, মানব কল্যান সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আনসারী, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম দিদারুল করিম।

আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর পেকুয়া সদরের বৃহত্তর সাবেক গুলদি সিরাত ময়দানে অনুষ্ঠিত হবে পেকুয়ার ঐতিহাসিক সিরাত মাহফিল। কয়েক লাখ মানুষের সমাগম হবে এবারের মাহফিলে। এটিকে সফলভাবে সম্পন্ন করতে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে গাড়ি পার্কিং ব্যবস্থা, মাহফিল স্থান থেকে দূরবর্তী জায়গায় দোকান পাঠ বসানোসহ নানান বিষয়ে বক্তারা আলোচনা করেন ।

আগামী এক বছরের জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে বিশিষ্ট সমাজ সেবক শওকত ইসলাম চৌধুরী বাহাদুরকে সভাপতি, পেকুয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীনকে সম্পাদক ঘোষণা করা হয়। শিগগিরই অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান উপদেষ্টা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী।

39Shares