👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
পেকুয়ায় শহীদ নূর হোসেন দিবসের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও পথসভা করেছে পেকুয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা । আজ রোববার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পেকুয়া বাজার সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা পতিত স্বৈরাচারের দোসররা মাঠে নেমে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পেকুয়া উপজেলা ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠন তা শক্ত হাতে প্রতিরোধ করবে।
পথসভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম ফরহাদ হোছাইন, উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ওসমান গনি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক জামাল হোছাইন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল ইসলাম, সদস্য সচিব মারেফুল ইসলাম, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের সভাপতি ইমরুল হাসান ইমু।
এছাড়া মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামীগের ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দিতে পেকুয়া চৌমুহনী চত্ত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ও সহযোগী সংগঠন খন্ড খন্ড মিছিল বের করে।