Search
Close this search box.
Search
Close this search box.

মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১০ নভেম্বর) দুপুর দুইটার দিকে চকরিয়া থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেকের হাতির ডেরা নামাক স্থানে স্থানীয় কয়েকজন কিশোর গরু ছড়াতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বনবিভাগের লোকজন থানা পুলিশকে খবর দিলে দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। ধারণা করা হচ্ছে ২-৩দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করছে।

2Shares