Search
Close this search box.
Search
Close this search box.

টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ায় নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

জোবায়ের একই আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গতকাল বিকেলে বাসার পাশে স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জোবায়ের। এমন সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ে দিকে পালিয়ে যায়। পরে জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়শিবিরের এক রোহিঙ্গা নেতা বলেন, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, অপহরণসহ চাঁদাবাজির ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধ চলছে। সন্ধ্যার পর সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা আশ্রয়শিবিরের ভেতরে ঢুকে মুক্তিপণের জন্য রোহিঙ্গাদের অপহরণ ও মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের ভয়ভীতি দেখান। এতে সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কারা, কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে—তা জানতে ও ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। জোবায়েরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

22Shares