No reporter name available.
লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনের ওপর বসে মজুরির টাকা ভাগ করার সময় আন্তনগর ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর স্টেশনের অদূরে ইসলাম নগর গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা আজিজার রহমান (৬৫), মকবুল হোসেন (৪৫), মোবারক হোসেন (৫৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব (৪২)। তাঁরা সবাই কৃষিশ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পাটগ্রামের স্টেশনমাস্টার সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা দিকে উপজেলা জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর রেলস্টেশনের অদূরে ইসলামনগর গ্রামের রেললাইনের ওপর বসে ওই চার শ্রমিক মজুরির টাকা ভাগ করছিলেন। এ সময় পাটগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় ওই চার ব্যক্তি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
পাটগ্রামের স্টেশনমাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় ওই চার ব্যক্তির নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। লালমনিরহাটের রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে।