Search
Close this search box.
Search
Close this search box.

বান্দরবানে অবৈধভাবে অনুপ্রবেশ করা ৮৪ রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলা থেকে আজ সোমবার ৮৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন তল্লাশিচৌকিতে আটক হয়েছেন এবং ৫৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব ৮৪ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার রাতে অবৈধভাবে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন, এমন সংবাদ পেয়ে সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন তল্লাশিচৌকিতে ২৭ জন আটক হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আলীকদম বাসস্ট্যান্ড থেকে ৩১ নারী ও শিশুসহ ৫৭ জনকে আটক করা সম্ভব হয়েছে।

ইউএনও রূপায়ণ দেব আরও বলেন, আটক রোহিঙ্গারা জানিয়েছেন তাঁরা সীমান্ত অতিক্রমের পর কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে যাওয়ার চেষ্টায় ছিলেন। তাঁদের মিয়ানমারে পুশব্যাক করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, রোহিঙ্গারা সীমান্তের ৫৫ থেকে ৬১ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে অনুপ্রবেশ করছেন। স্থানীয় দালালদের মাধ্যমে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে।

বিজিবি আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ বলেন, আটক ৮৪ রোহিঙ্গাকে পুশব্যাক করা হবে। অনুপ্রবেশ বন্ধে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। এরপরও দুর্গম এলাকা দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছেন।

1Shares