Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় মহাসড়কে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাই

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘী এলাকায় পথরোধ ও মারধর করে একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শরিফুল ইসলামের (৩৮) বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতাগ্রামে। তিনি কৃষ্ণনগর বাজারে একটি ওষুধের দোকান করেন।

শরিফুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেল নিয়ে গত ৮ নভেম্বর ছয় বন্ধু সাতক্ষীরা থেকে কক্সবাজার ঘুরতে যান। আজ সোমবার রাত তিনটার দিকে তাঁরা কক্সবাজার থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে তিনটার দিকে হাঁসের দিঘী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে শরিফুলের গাড়ির গতিরোধ করেন ছয় ব্যক্তি। এসময় কিছু বুঝে উঠার আগেই তাকে ও তাঁর পেছনের আরোহীকে লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেন। তারপর মোটরসাইকেলটি চালিয়ে চলে যান দুই ছিনতাইকারী। তাঁদের পেছন পেছন ঘটনাস্থল ত্যাগ করেন দুটি মোটরসাইকেলে থাকা আরও চারজন।

শরিফুল ইসলাম বলেন, তবে ছিনতাইকারীরা তাঁর সঙ্গে ব্যাগ, মুঠোফোন ও টাকা থাকলেও তা নেননি। শুধু মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেন।

শরিফুল ইসলাম অন্য বন্ধু ও স্থানীয়দের সহযোগিতায় রাত চারটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আজ সোমবার সকালে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেন শরিফুল। শরিফুল বলেন, তাঁর এক চাচাতো ভাই চকরিয়ায় একটি কোম্পানিতে চাকরি করেন। থানার অভিযোহটি তাকে দেখভালের দায়িত্ব দিয়ে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন।

এ প্রসঙ্গে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, পথরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার একটি অভিযোগ পেয়েছি। পুলিশের একটি দল কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের করার চেষ্টা করছে।

1Shares