গত বছর মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন ইধিকা পাল। আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’-এ তাঁর নায়িকা সোনাল চৌহান। এখন ‘বরবাদ’-এর শুটিং করছেন শাকিব; এ ছবিতেও তাঁর নায়িকা ইধিকা। এবার ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়ক শাকিবের সঙ্গে কাজ করতে চান কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
গত রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন ১৮টি সিনেমার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এই অনুষ্ঠানেই শাকিবের সঙ্গে দেখা হয় সৌমিতৃষার। এর পর থেকেই মুগ্ধতা কাটছে না এই অভিনেত্রীর। আনন্দবাজার অনলাইনকে সৌমিতৃষা বলেন, একঝলকেই তাঁকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের।
সৌমিতৃষার কথায়, ‘খুব বেশিক্ষণ না হলেও, যেটুকু কথা হলো—বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যাঁরা হন, তাঁরা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।’
আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিতৃষার।
তবে সে নিয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষার সংযোজন, ‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সবার সঙ্গে কাজ করতে চাই। তাঁদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’
সৌমিতৃষা টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘মিঠাই’ ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া দেবের বিপরীতে তাঁকে দেখা গেছে ‘প্রধান’ সিনেমায়।