👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত আটটায় শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভূইয়া।
চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন লোহাগাড়া উপজেলার পুর্ব পদুয়া মাঝের দোকান (সৈয়দপাড়া) এলাকার গোলাম মোহাম্মদ এর ছেলে মোঃ মাহাফুজুর রহমান (২৬), চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মৃত আহমদ ছোবাহানের ছেলে গিয়াস উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের স্ত্রী শাহেদা বেগম (৩৩), মৃত রফিক আহমেদের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৫), কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে আবু তাহের (৩৫), পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার খায়ের উল্লাহর ছেলে মোঃ ছোটন (২৮), বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল এলাকার আবুল বশর প্রকাশ বশির আহমদ এর ছেলে নজরুল ইসলাম খোকন (৩১), ফাসিয়াখালী ইউনিয়নের রিংভং ছিরাপাহাড় এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ ছিদ্দিক আহম্মদ চৌধুরী (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা ইমামউদ্দিন পাড়া এলাকার আবুল ফজলের ছেলে মীর কাশেম (৪৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেফতারকৃত এসব আসামিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।