👤 এম জিয়াবুল হক, চকরিয়া
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদিসহ আওয়ামী লীগের নেতাকর্মী ১৩৭ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করা হয়েছে থানায়। গতকাল বুধবার মামলাটি রুজু করেছেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে ও চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির আলী।
গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে এনে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি রুজু করা হয়।
মামলায় সাবেক এমপি জাফর আলম ছাড়াও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ ১৩৭ জনের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, গত ৩ নভেম্বর চকরিয়া পালাকাটা রাস্তার মাথাস্থ মহাসড়কে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।