Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া পৌরশহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারের চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিংগা সোসাইটি এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। 

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুর দুইটায় চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার মাঠে পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, থানা পুলিশ, আনসার সদস্য ও চকরিয়া পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা- কমর্চারী, শিক্ষক প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই নিসচা প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। 

পরিচ্ছন্নতা অভিযান কালে চকরিয়া পৌরশহরের বিভিন্ন মার্কেট ও দোকানের সামনে পাশে যততত্র ময়লা আবর্জনা ফেলার অপরাধে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট দোকানীর মাধ্যমে এসব ময়লা অপসারণ করা হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম বলেন,  চকরিয়া পৌরশহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ লাগবে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে আজকের অভিযান ভিন্ন। ভবিষ্যতে যাতে কেউ মার্কেট ও দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতি করতে না পারে এবং সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি না করে সেইজন্য মার্কেট মালিক, দোকানদার ব্যবসায়ী কর্মচারী সবাইকে  সতর্ক করা হয়েছে। 

তিনি বলেন, চকরিয়া পৌরশহর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এরিয়ায় পূনরায় কেউ যদি যত্রতত্র ময়লা আর্বজনা ফেলে পরিবেশের ক্ষতিসাধন করে বা আইন অমান্য করে পরিবেশ বিধংসী এসব কর্মকাণ্ড চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছি, এখনো আন্দোলনে হতাহত ভাই বোনের মৃত্যু আমাদের  নাড়া দেয়। তাই গণঅভ্যুথানের একশো তম দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা পরিচ্ছন্নতা অভিযানের এই কর্মসূচি নিয়েছেন।

14Shares