Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় অবৈধ বালু পরিবহনের সময় দুইটি ডাম্প ট্রাক জব্দ 

সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এবং আশপাশের ছড়াখালে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকাজ বন্ধে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু ভর্তি দুটি ডাম্প ট্রাক জব্দ করেছেন বনকর্মীরা।

রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ইতোপূর্বে অবৈধ বালু উত্তোলন ও পাচারকাজ বন্ধ থাকলেও সম্প্রতি বালু লুটেরা চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের বনকর্মীদের একটি টিমকে সার্বক্ষনিক বালু পাচার বন্ধে মহাসড়কে অভিযানে নামানো হয়।

তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচারকালে অবৈধ বালু ভর্তি দুইটি ডাম্প ট্রাক জব্দ করেছে বনকর্মীরা। বালু পরিবহনে জড়িতরা ওইসময় বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে গাড়ি দুটি ডুলাহাজারা বিট হেফাজতে নেওয়া হয়েছে। 

2Shares