কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে ঘেরা-বেড়া দিতে গিয়ে জবর দখলকারীদের বাধার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জমির মালিক মরহুম নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে শারমিন আকতার রেখা বাদী হয়ে স্থানীয় মৃত মফজল আহমেদের ছেলে মাহাবুবুল আলম ও তাঁর ছেলে নুরুল আজাদকে বিবাদী করে শনিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শারমিন আক্তার রেখা বলেন, আমার পিতা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামীয় বি.এস রেকর্ডীয় স্বত্ব দখলীয় জমিতে দীর্ঘ বছর ধরে ভোগ দখলে আছি। জমিটির আরএস ও এমআর রেকর্ড আমার পিতামহ এবং বিএস রেকর্ড আমার পিতার নামে শুদ্ধরূপে চূড়ান্ত প্রচার আছে। জমির সন সন সরকারী খাজনাদি পরিশোধ আছে। এমনকি আমাদের পিতার মৃত্যুর পর ওই জমি আমরা ওয়ারিশগণের নামে নামজারী জমাভাগ খতিয়ান নং- ৪৯২৭ সৃজিত আছে। উক্ত জমিতে আমরা ওয়ারিশগণ ভোগ দখলে থাকাকালে আমি ও অপরাপর ওয়ারিশগণের কাছ থেকে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর মাসের ৮ শতক জমি ৬০৪৭ নং কবলা মূলে এবং একই তারিখে ৬০৪৮ নং হেবা ঘোষণা মূলে মালিকানা অর্জন করত: আমার নিজ নামীয় অংশসহ খরিদা অংশ নিয়ে আমার নামে পৃথক নামজারী জমাভাগ খতিয়ান নং- ৪৯৮০ সৃজন পূর্বক জমিতে শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাব ভোগ দখলে স্থিত আছি। বর্তমানে আমি উক্ত ভূমিতে বসত বাড়ি নির্মাণের চেষ্টা করছি।
তিনি অভিযোগ করে বলেন, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিবাদীগণ ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও আমার পরিবার বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আমাদের সঙ্গে দস্তা-ধস্তি করে এবং আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানেও বিবাদীগণের জবর-দখলীয় কাজ অব্যাহত রেখেছে। এ অবস্থায় যেকোনো মুহুর্তে এলাকায় আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইঁয়া বলেন, লক্ষ্যারচর হাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত একটা বিরোধের বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।