No reporter name available.
বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্যাপন—সবকিছুতেই যেন পরীমনি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবন যাপন করেছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও পরীমনি বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’ পরীমনির এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন। তবে রেখে দিলেন রহস্যও।
কয় দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। কেউ কেউ বলছেন, সেই ‘স্বপ্নজাল’ সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরীমনি। ‘রঙিলা কিতাব’ নিয়ে যখন পরীমনি আলোচনায়, ঠিক তখন এই তারকা জানালেন, তিনি আবার প্রেমে পড়েছেন। নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমনি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’
পরীমনির এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। বেশির ভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’
পরীমনির নতুন প্রেমিক নিয়ে এখনো ধোঁয়াশা। কাছের মানুষেরাই একেকজন একেক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারও তথ্যে পরীমনির নতুন প্রেমিক লেখালেখি সঙ্গে জড়িত।
পরীমনির নতুন এই প্রেমিক কে, সেই ব্যাপারে কিছুই জানাননি। আপাতত জানাতেও চান না। ৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।