Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বাসার ফ্যানের সঙ্গে ঝুলছিল ফেরিওয়ালার মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় ঘটেছে এ ঘটনা। 

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আলম কালু। তিনি বলেন, মোহাম্মদ সোহেল দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জীবনের প্রায় ২৫ বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। সোহেল চকরিয়ার বিভিন্ন এলাকায় ফেরি করে যা আয় করতেন তা দিয়ে সংসার চালাতেন।

নিহতের স্বজনেরা জানান, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের খপ্পরে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্বজন ও সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোববার রাতে চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার ভাড়া বাসায় তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ সোহেলের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে নিহতের সহকর্মীরা জানিয়েছেন, অর্থাভাবে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। তাঁর মৃত্যুতে একমাত্র সন্তান এতিম হয়ে গেছে।

30Shares