পেকুয়া উপজেলার রাজাখালীতে গর্ভবতী নারীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে রোটারি ক্লাব অব আগ্রাবাদ চট্টগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এ জে এম গিয়াস উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রোটারিয়ান ফার্স্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, ডা. পান্না লাল সাহা, সাইফুদ্দীন আহমেদ, জাফর আহমদ চৌধুরী, ডা. উজ্জ্বল কান্তি দাশ, অধ্যাপক ঝুলন দাশ শর্মা, শরীফ আশরাফুজ্জান, এস কে আজীমন।
সভায় বক্তারা বলেন, প্রত্যেক বাবা-মা তাঁদের সন্তানকে জীবনের সর্বোত্তম সূচনা দিতে চান এবং এটি এমন বিষয় যা সন্তান জন্ম নেওয়ার আগেই করতে হবে । এজন্য গর্ভবতী নারীদের শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু অভ্যাসও বদলাতে হয়। মায়ের গর্ভে থাকা শিশুকে সুরক্ষিত রাখতে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, গর্ভকালীন সময়ে খারাপ অভ্যাস ত্যাগ, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার, ওজন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক চাপ মুক্ত থাকা, ধুমপান থেকে বিরত রাখতে হবে। এছাড়া গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার যেমন মাংস, বাদাম, বীজ, শস্য, মটরশুটি, ফল ও শাকসবজি খেতে হবে, যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি মেটাতে সাহায্য করবে।
প্রথম পর্যায়ে দশজন গর্ভবতী নারীর সন্তান প্রসবের আগ পর্যন্ত তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দায়িত্ব নিয়েছে রোটারি ক্লাব অব আগ্রাবাদ।
এসময় ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুফ, রাজাখালী বি ইউ আই কামিল মাদ্রাসার আরবি প্রভাষক শহিদুল্লাহ, মাওলনা শফিকুর রহমান, আজিজুল হক, মাওলনা আবদুল করিম, ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম উপস্থিত ছিলেন।
সভা শেষে রোটারি ক্লাবের সার্বিক তত্বাবধানে পরিচালিত সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন রোটারিয়ান ও অতিথিরা। পরে রোটারি ক্লাবের পক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি ল্যাপটপ হস্তান্তর করা হয়।