Search
Close this search box.
Search
Close this search box.

নেত্রকোনায় দুই সাংবাদিকের ওপর হামলা, আটক ২

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে সাংবাদিকেরা প্রতিবাদ সভা করেছেন।

আহত দুজন হলেন যুগান্তরের খালিয়াজুরি উপজেলা প্রতিনিধি মো. শফিকুর ইসলাম তালুকদার ও ইত্তেফাকের প্রতিনিধি মো. মহসিন মিয়া। তাঁরা দুজনই খালিয়াজুরি উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আর আটক হওয়া দুজন হলেন আজিজুল ইসলাম (৩২) ও সিরাজ মিয়া (৫৮)। নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে তিনজন সাংবাদিকসহ কয়েকজন হাসপাতালের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের সামনে বসে আলাপ করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে শফিকুল ও মহসিনের ওপর হামলা চালায়। হামলায় শফিকুলের মাথা কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আর মহসিনের বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ মুসা আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জানান, শফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর মহসিন মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা বলেন, তাঁরা কয়েকজন মিলে চায়ের দোকানের সামনে চেয়ারে বসে কথা বলছিলেন। আকস্মিকভাবে ছয়-সাতজন যুবক এসে হামলা চালান। কিন্তু কী কারণে, কেন এই হামলা চালানো হয়েছে, তা তাঁরা এখনো বুঝতে পারছেন না।

এদিকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ সভা করেছেন। সভায় নিন্দা জানিয়ে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্যসচিব কিবরিয়া চৌধুরী, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, বাংলার নেত্র পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াসিনুর রহমান, সমকালের প্রতিনিধি খলিলুর রহমান, যমুনা টিভি ও যুগান্তরের প্রতিনিধি কামাল হোসাইন, জনকণ্ঠের প্রতিনিধি সঞ্জয় সরকার, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ডিবিসির নেত্রকোনা প্রতিনিধি রাকিবুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

2Shares