Search
Close this search box.
Search
Close this search box.

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কার্যক্রমের আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। পরে তিনি কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল কবির, চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এএম আলী আকবর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক।

সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সভাপতি শামীম ওসমান, সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য জমির উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠানে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালযের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ে আগমনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামকে বদলী জনিত সম্মাননা স্মারক উপহার হিসেবে তুলে দেন বিদ্যালযের সাবেক সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক ও শিক্ষকমণ্ডলী।

38Shares