Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১২২৮ শিক্ষার্থী

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাহারবিল ইউনিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষাটির আয়োজন করে।

ইউনিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১১২৮জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন বিএমএস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সরওয়ারুল ইসলাম, প্রধান সমন্বয়ক হিসেবে সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, কেন্দ্র সচিব হিসেবে হেলাল উদ্দিন ও সহকারি কেন্দ্র সচিব হিসেবে মোস্তফা কামাল রানা দায়িত্ব পালন করেছেন।

পরীক্ষা শেষে দ্বিতীয় শ্রেণির ছাত্র আবু নাঈম বলে, এই প্রথম আমি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার প্রশ্ন সব লিখেছি, খুবই ভালো হয়েছে। কয়েকদিন পর আমার বার্ষিক পরীক্ষা, এরই মধ্যে বৃত্তি পরীক্ষার জন্যে বাড়তি লেখাপড়া হয়েছে।

অভিভাবক ডা. সুকান্ত দেব মিশু বলেন, সন্তানেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে জ্ঞানের পরিধি বাড়ে। আমার মেয়ে এবারই প্রথম কোনো বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। বার্ষিক পরীক্ষার আগে বৃত্তি পরীক্ষার আয়োজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ।

নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার হল সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, ‘চকরিয়া উপজেলার গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমবারই লক্ষ্যমাত্রার দ্বিগুণ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। আগামীবার আমরা চকরিয়া ছাড়াও কক্সবাজার জেলার আরও কয়েকটি উপজেলায় এই বৃত্তি পরীক্ষার আয়োজন করব বলে আশা করছি।’

7Shares