👤 মো. কামাল উদ্দিন, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে চকরিয়ায় তোলপাড় চলছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভিডিওটি ফাঁস হয়। এতে দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীর সঙ্গে ঘুষের লেনদেন নিয়ে কথাবার্তা বলছেন।
ফাঁস হওয়া ওই ভিডিওতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, 'এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।' প্রতি উত্তরে রিংভং মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীকে বলতে শুনা যায়, 'স্যার এগুলো রাখেন, এখানে এক আছে। এরপর তিনি আবার বলেন, স্যার, তাহলে বাকী কথা মোবাইলে হবে।'
[caption id="attachment_6592" align="alignnone" width="800"] ঘুষ লেনদেনের সময় চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকী । ছবি ভিডিও থেকে সংগৃহীত [/caption]
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে জানতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, 'ঘুষ আদায়কারী এবং ঘুষ প্রদানকারী দুজনই সমান অপরাধী। যথাযথ প্রমাণ পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।' এসময় তিনি প্রতিবেদককে শিক্ষা কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিওটি তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়ার অনুরোধও জানান।
রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীও ঘুষ লেনদেনের বিষয়টি প্রথমে অস্বীকার করেন। পরে তিনি বলেন- সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরও অনেকে সেখানে ছিলেন। তবে কী কারণে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন তা বলতে তিনি রাজি হননি।
অভিযোগ রয়েছে, চকরিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল বিভিন্ন সময়ে নতুন বই বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া স্কুল পরিদর্শনে গিয়ে ঘুষ আদায় ও দাবির অভিযোগও পুরোনো তাঁর বিরুদ্ধে।