Search
Close this search box.
Search
Close this search box.

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার পর নিজেই সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাস্মদ আবিদ (২৮) নামে এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাত আড়াইটায় কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারী কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মেরী (৫৫)। অভিযুক্ত আবিদ তার নিজের ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এক যুবক মাকে হত্যা করেছে বলে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। গত রাতে মাকে নৃশংসভাবে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডের সময় আবিদ ও তার মা শুধু দুইজনই ঘরে ছিলেন। তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় আছেন।

0Shares