Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। গতকাল শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় লরির সঙ্গে সংঘর্ষে মারা যান তাঁরা।

নিহতেরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভানু বাপের বাড়ির হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝিগোষ্ঠীর হায়দার বাড়ির মাঙ্গা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২৩)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, একটি লরি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। কক্সবাজার থেকে একটি মোটরসাইকেল চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় পৌঁছালে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন।

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ভানুর বাপের বাড়ির ব্যবসায়ী মো. সেলিম ওয়াহিদ বলেন, তিনদিন আগে সোহেল ও রিফাতসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ভ্রমণে যান। ভ্রমণ শেষে শনিবার রাতে তিনবন্ধু বাসে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সোহেল ও রিফাত মোটরসাইকেলে করে বাড়ি ফিরেছিলেন। পথের মধ্যে চকরিয়া মহাসড়কে লরির সঙ্গে ধাক্কা লেগে তাঁদের মোটর সাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। রাত দুইটার দিকে নিহতদের আত্মীয়-স্বজন গিয়ে মরদেহ সনাক্ত করেছেন। পরে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত লরি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

17Shares