চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগরের ডলমগীর মসজিদ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বোরহান উদ্দিন (৪০)। তিনি ওষুধ কোম্পানি বায়োফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক চকরিয়ায় হিসেবে কর্মরত ছিলেন। এসময় গিয়াস উদ্দিন (৪২) ও মোহাম্মদ আজমগীর (৪৫) গুরুতর আহত হন। গিয়াস উদ্দিন চকরিয়া সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও আজমগীর বায়োফার্মা কোম্পানির বিপনন কর্মকর্তা। হতাহত তিনজনের বাড়ি পেকুয়া উপজেলায়। নিহত বোরহানের লাশ তাঁর গ্রামের বাড়ি শিলখালী ইউনিয়নের মুন্সিমোড়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আহত দুজন চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, পেকুয়া থেকে মোটরসাইকেল চালিয়ে চকরিয়া কর্মস্থলে যাচ্ছিলেন বোরহান উদ্দিন। পেছনে বসেন তাঁর বন্ধু ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন ও সহকর্মী আজমগীর। মহাসড়কের ইসলামনগর স্টেশন পার হয়ে ঢালু নামার সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলে মারা যান চালক বোরহান। আহত অন্য দুই আরোহী।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তন্মধ্যে বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ইট বোঝাই ডাম্প ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।