Search
Close this search box.
Search
Close this search box.

বারবাকিয়া রহমানিয়া মাদ্রাসায় প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার নূরানী ও ইবতেদায়ী শাখার প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এসব অনুষ্ঠান হয়। এতে নূরানী ও ইবতেদায়ী শাখার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বিশেষ করে জানাজার নামাজ, হামদ, নাত ও হস্তলিপির প্রদর্শনীতে অংশ নেয় শিক্ষার্থীরা। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পেকুয়া ওভারসীজের স্বত্বাধিকারী হাফেজ আহমদুর রহমানের সভাপতিত্বে ও রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য নুরুন্নবী সওদাগর, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, পেকুয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা হাসান রব্বানী, মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক এম এ হোসাইন কুতুবী, দারুত তাকওয়া হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ ইলিয়াছ, উজানটিয়া ভেলুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব উদ্দিন।

রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক কাজী ওয়াহিদুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফেজ লুৎফুর রহমান, দারুল কোরআন একাডেমির প্রধান শিক্ষক মাওলানা নেজাম উদ্দিন, গ্রাফিক মিডিয়ার পরিচালক মাওলানা লোকমান হাকিম, সাবেকগুলদি তালিমুল কোরআন হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হেফাজত উল্লাহ, বারবাকিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক, পেকুয়া দারুর রহমান হিফয মাদ্রাসার পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ, সাবেকগুলদি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব লোকমান হাকিম।

এছাড়া মাদ্রাসার শিক্ষকদের মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোজাদ্দেদ হোছাইন আজাদ, মাওলানা ইব্রাহিম, মাওলানা এহেসান হাবিব, মাস্টার ওমর ফারুক, হাফেজ রিয়াদুল ইসলাম ও মাওলানা শহিদ উল্লাহ প্রমুখ।

10Shares