Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের দুটি টিম উপজেলার ডুলাহাজারা ও বিএমচর ইউনিয়নে আলাদা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, থানা পুলিশের টিম বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শাহসুজা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পলাতক আসামি স্থানীয় আবদুর রশিদ রাসেলের ছেলে মো. জিহাদ ও বিএমচর ইউনিয়নের স্কুলপাড়া এলাকার মৃত আবদুল মুবিনের ছেলে আমিনুল এহেছান মীমকে গ্রেপ্তার করেছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার মো. জিহাদ ও আমিনুল এহেছান মীমের বিরুদ্ধে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রোববার দুপুরে দুইজনকে আদালত সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

25Shares