Search
Close this search box.
Search
Close this search box.

টেকনাফে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের লাশ মিলল ১৫ ঘণ্টা পর

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকতে গতকাল রোববার গোসলে নেমে সাগরে নিখোঁজ হওয়া মাদ্রাসাপড়ুয়া দুই শিশুশিক্ষার্থীর লাশ ১৫ ঘণ্টা পর উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সমুদ্রসৈকতে লাশ দুটি ভেসে আসে। এরপর স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন। এ ঘটনায় ভেসে যাওয়া তিন শিক্ষার্থীরই মৃত্যু হলো। নিহত শিক্ষার্থীরা টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়ার আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার শিক্ষার্থী ছিল।

আজ ভোরে উদ্ধার করা নিহত দুই শিক্ষার্থী হলো টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়ার বাসিন্দা মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১৩)। এর আগে গতকাল ঘটনার পরপরই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামালকে (১০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন দুই শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন। ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল দুপুরে দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্টে সমুদ্রসৈকতে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে ফুটবল খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে নুর কামাল নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশুশিক্ষার্থী।

ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজ শিশুদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালান বলে ওসি জানান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনেরা তল্লাশি অব্যাহত রাখেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ ভোরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ থাকা দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্বজনেরা। পরে লাশ দুটি উদ্ধার করা হয়। এরপর দুই শিশুর স্বজনেরা পুলিশকে খবর দেন। উদ্ধার করা দুই শিশুর লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

17Shares