Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়া দারুত তাকওয়া মাদ্রাসায় দ্বীনি মাহফিল ও হিফয প্রতিযোগিতা

কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের মিয়াপাড়ায় অবস্থিত পেকুয়া দারুত তাকওয়া হিফয মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা উপস্থিত অভিভাবক ও অতিথিদের উদ্দেশ্যে হামদ-নাত পরিবেশন ও বক্তৃতা করে শোনান। আজ বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে সকাল আটটা থেকে হিফয প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। এরপর শুরু হয় বার্ষিক দ্বীনি মাহফিল।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা নুরানী আদর্শ তালিমুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা ক্বারী আনোয়ার ইলাহী ও দারুর রহমান হিফয মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ক্বারী ওবাইদুল্লাহ।

অনুষ্ঠান শেষে হিফয সমাপ্তকারী তিনজন ছাত্র ও ১১ জন ছাত্রীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

পেকুয়া দারুত তাকওয়া হিফয মাদ্রাসার শিক্ষার্থীদের একাংশ

পেকুয়া দারুত তাকওয়া হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছের সার্বিক তত্ত্বাবধানে ও শেখ আবদুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ কোবরার সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন মাওলানা শহীদুল্লাহ্ , মাওলানা আব্দুল খালেক, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা ক্বারী আব্দুল আওয়াল, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা শাহাদাত, হাফেজ মুবিন, হাফেজ মাহফুজ, হাফেজ মাওলানা আব্দুর রহিম, শিক্ষক সাদিয়া জান্নাত তারেকা, হাফেজা নাসরিন সোলতানা শিফা, আলেমা ফারহানা, আলেমা তহুরুন্নেছা, আলেমা জান্নাতুল ফেরদৌস, হাফেজা মরজিয়া খানম সুমি, আলেমা কাশেফা, আলেমা মাসুমা জান্নাত, হাফেজা মাসুকা ও ক্বারী তৌহিদ।

পরে দারুত তাকওয়া হিফয মাদ্রাসার উদ্যোগে চতুর্থতম বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জামেয়াতুন নুর আল আলমিয়্যাহ’র পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার কামরাঙ্গীরচর জামেয়া নুরীয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি সাইদুর রহমান। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে তাকরির পেশ করেন চকরিয়ার বানিয়ার চর হামিউস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান ও দোহাজারী আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

29Shares