কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়ি দখলে নিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে দুই নারীসহ ৩জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে সস্ত্রাসীরা। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতেরা হলেন ওই এলাকার নুরুল আমিনের ছেলে রিদুয়ানুল হক (৩৫), তাঁর মা দিলবাহার বেগম (৫৫) ও বোন রোজিনা আক্তার (২৫)।
আক্রান্ত পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কোনো কারণ ছাড়াই বুধবার সকাল ৬টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় তৈরী বন্দুক, দা, কিরিচ, লোহার রড ও হাতুড়ি নিয়ে রিদুয়ানুল হকের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এতে বাধা দেওয়ায় ঘরে থাকা নারী-পুরুষকে মারধর করে গুরুতর জখম করে। এসময় ঘরের আলমারি ভেঙে ১০ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
আহত রিদুয়ানুল হক বলেন, আমাদের সাথে কারো কোনো ধরনের বিরোধ নেই। বুধবার ভোরে স্থানীয় জসিম উদ্দিন সন্ত্রাসী জড়ো করে আমাদের বাড়িঘর জোরপূর্বক দখল করার জন্য এ হামলা চালিয়েছে। এ সময় পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, একই পরিবারের ৩জনকে আহত করার ঘটনায় থানায় একটি এজাহার দেয়া হয়েছে। তদন্তপূর্বক এটি মামলা হিসেবে রুজু করা হবে।