👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ফাঁসিয়াখালী সেতুর ওপর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অটোরিকশা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল গ্রামের আমির হোসেনের ছেলে কায়সার হামিদ (৩০), মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের উত্তর রাজঘাটের আবু তাহেরের ছেলে মো. রোস্তম (২২) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে মোক্তার হোসেন (৪০)।
পেকুয়া থানার পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পেকুয়ার বাঘগুজারা সেতু এলাকা থেকে মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার বজল আহমদের ছেলে রবি চানের সিএনজি চালিত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যান চোরচক্র। পরে পেকুয়া বাজারের ফাঁসিয়াখালী সেতুতে পুলিশের তল্লাশি চৌকিতে ধরা পড়ে অটোরিকশাটি। এসময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অটোরিকশাটির মালিক রবি চান (২৯) বলেন, আজ সকালে চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে পেকুয়া যাওয়ার পর বাঘগুজারা সেতু এলাকায় গাড়ি পার্কিং করে একটি চায়ের দোকানে নাস্তা করতে ঢুকেন রবি চান। ১০ মিনিট পর বের হয়ে দেখেন, তাঁর গাড়ি নেই। পরে বিভিন্ন জায়গায় তল্লাশি বসিয়ে ফাঁসিয়াখালী সেতুতে পুলিশ চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করে এবং অটোরিকশাটি উদ্ধার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা রুজু হয়েছে। পরে আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার তিনজনকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার চোর। তাঁদের চক্রে আরও সদস্য থাকতে পারে। পুরো চোর চক্রকে সনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।