Search
Close this search box.
Search
Close this search box.

সিইসি না‌সির উদ্দীন কুতুব‌দিয়া যা‌চ্ছেন শনিবার

প্রধান নির্বাচন ক‌মিশনার এ. এম. এম না‌সির উদ্দীন শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) ব্যক্তিগত সফ‌রে কুতুব‌দিয়া যাচ্ছেন । শ‌নিবার সকাল ১১টার দি‌কে কক্সবাজার হ‌য়ে নিজ বা‌ড়ি কুতুব‌দিয়ায় পৌঁছাবেন ব‌লে তাঁর ছোট ভাই কুতুব‌দিয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি, বড়‌ঘোপ ইউ‌পির সাবেক চেয়ারম্যান আ,ন,ম শহীদ উ‌দ্দিন ছোটন নি‌শ্চিত ক‌রে‌ছেন। স্বল্প সম‌য়ে তি‌নি গ্রা‌মের বা‌ড়ি‌তে বাবা মা‌য়ের কবর জিয়ারত কর‌বেন । সিই‌সি নিযুক্ত হওয়ার পর এ‌টি তাঁর প্রথম পা‌রিবা‌রিক সফর। ওই দিনই তি‌নি আবার ঢাকায় ফির‌বেন ব‌লে জানা গে‌ছে।

16Shares