Search
Close this search box.
Search
Close this search box.

তামাক চাষকে নিরুৎসাহিত করতে চকরিয়ায় কৃষক সমাবেশ

তামাক চাষকে নিরুৎসাহিত করতে কক্সবাজারের চকরিয়ায় ১০০ কৃষককে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘তামাক চাষ নয়, খাদ্য ফলান’ স্লোগানে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাখাওয়াত হোসেন আদনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী সদস্য মুবিনুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার জজ আদালতের আইনজীবী ফাহাদ বিন ফিরোজ সোহান, চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ উদ্দিন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকতার আহমদ, সাবেক ইউপি সদস্য মো. নুরুচ্ছালাম, ফুটন্ত কিশোর ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন এনি, সদস্য মো. শওকত, মো. নায়েম, মো. নিঝুম।

সাখাওয়াত হোসেন আদনান বলেন, বাংলাদেশে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। এদের মধ্যে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অন্তত এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় এবং বছরে ৬১ হাজার শিশু তামাকের পরোক্ষ ক্ষতির শিকার হয়। তামাক চাষ মাটির উর্বরতা কমিয়ে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায়। এতে ঘাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। তামাক চাষ পরিহার করে আমাদের সবুজ শাক-সবজি ফলাতে হবে।

29Shares