Search
Close this search box.
Search
Close this search box.

মহেশখালীতে জি-থ্রি রাইফেলসহ চারটি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একটি জি-থ্রি রাইফেল, তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র এবং ৯টি গুলিসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রোববার ভোরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ সাজেদ (২৮)। তিনি বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। পুলিশের দাবি, সাজেদ পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

পুলিশ কর্মকর্তারা জানান, জি-থ্রি রাইফেলটি বিক্রির জন্য গতকাল শনিবার সন্ধ্যায় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নেন সাজিদ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। ভোরে সাজিদের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে একটি জি-থ্রি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি দুনলা বন্দুক, একটি এলজি এবং ৯টি গুলি উদ্ধার হয়।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, এ ঘটনায় আজ সকালে সাজিদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

16Shares