No reporter name available.
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আবদুল হাকিম বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন। গতকাল রোববার তিনি কর্মস্থলে যোগ দেন।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের কাজ ত্যাগ করার শর্তে আবদুল হাকিমকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।
আবদুল হাকিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এর আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন মো. নিজামুল হক। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। নতুন করে সেখানে দায়িত্ব দেওয়া হলো আবদুল হাকিমকে।
উল্লেখ্য, প্রেস কাউন্সিল একটি আধা বিচারিক সংস্থা। সংবাদপত্রের নীতিনৈতিকতা পরিপন্থী কোনো সংবাদ প্রকাশের জন্য সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানসংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে কাউন্সিলে অভিযোগ করতে পারেন। আইনে এ সংস্থাকে এ ধরনের অভিযোগ বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সম্পাদক ও প্রতিবেদককে সতর্ক করতে পারে, ভর্ৎসনা করতে পারে প্রেস কাউন্সিল।