Search
Close this search box.
Search
Close this search box.

লোহাগাড়ায় অস্ত্রের মুখে চার ভাইয়ের বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের রাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চারটি পরিবার হলো—আরব আমিরাতপ্রবাসী জাবের হোসেন, কাতারপ্রবাসী মো. সোলাইমান, কৃষক মো. ইসহাক ও মো. মূসার পরিবার। তাঁরা চারজন সম্পর্কে ভাই। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্তদের আরেক ভাই ফরিদ উদ্দিন বলেন, তাঁরা পাঁচ ভাই পরিবার নিয়ে মাটির বাড়িতে বসবাস করতেন। গতকাল রাত আড়াইটার দিকে সবাই ঘুমাচ্ছিলেন। এমন সময় ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে চারটি স্মার্টফোন, এক ভরি স্বর্ণসহ নগদ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জালাল উদ্দিন বলেন, ‘ডাকাতির ঘটনা আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

1Shares