👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুম 'মোহনা' মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চকরিয়া সেনা ক্যাম্পের মেজর নাসিফ বিন জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আলমগীর, চকরিয়া পৌরসভার সাবেক মেযর ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুদ্দীন ফরায়েজি, চকরিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসউদ মোর্শেদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বায়িত্বরত কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও দিবসটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষে উদযাপন কমিটি গঠন করা হয়।