👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে থানা পুলিশের পৃথক টিম উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার দুই আসামি হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার ছাবের আহমদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুর্ব উলুবনিয়া এলাকার রাহামত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিনের বিরুদ্ধে চারটি মামলায় এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পুলিশি গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন।
ওসি বলেন, মঙ্গলবার দুপুরে দুই আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।