👤 সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে জাহানারা বালিকা স্কুলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান।
ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মছিউর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ডাঃ তৃণা সাহা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ, ছাত্র প্রতিনিধি হাবিব হাসান প্রমু।
বক্তারা বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছেয়ে গেছে। এখান থেকে পরিত্রাণের উপায় বের করা শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব না। সরকারের প্রতিটি সেক্টরে এখনও দুর্নীতি প্রতিয়মান। এটা নির্মুল করতে হলে সেবা দাতা এবং গ্রহীতা দুপক্ষকেই সচেতন হতে হবে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি, গ্রাম পুলিশ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নারী দিবসে শিক্ষায় জয়িতা পুরস্কার লাভ করেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবরিনা শারমিন।