👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আলোচিত অপরাধ অপকর্মের হোতা হত্যার চেষ্টা, চাঁদাবাজিসহ তিনটি মামলার পলাতক আসামি কাইছার হামিদ বাট্টু ওরফে বাট্টু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে কোনাখালীর বটতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাইছার হামিদ বাট্টু কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমপাড়ার নুর আহমদের ছেলে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, সোমবার রাতে কোনাখালী বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি কাইছার হামিদ বাট্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালত কতৃক একটি জিআর ও দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়না রয়েছে। এতদিন সে পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি।
স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার কাইছার হামিদ বাট্টু একজন পেশাদার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০টির অধিক মামলা রয়েছে। তৎমধ্যে জায়গা জবরদখল সংক্রান্ত চাঁদাবাজির ঘটনায় কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিমপাড়ার নেজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ ফরহাদ বাদি হয়ে ২০২৩ সালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর ২২৩৪/২৩, ধারা ৩৪৭/৩৮৫/৫০৬ (২) দ:বি:। একই এলাকার রোকেয়া বেগম নামে এক নারী বাদি হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগে বাট্টুসহ দুইজনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। যার নম্বর ২০/৪৪১ তাং ১৩/০৯/২০২৩, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ দ:বি:।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আসামি কাইছার হামিদ বাট্টুকে মঙ্গলবার সকালে তিনটি মামলার ওয়ারেন্ট মুলে আদালতে সোপর্দ করা হয়েছে।