কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রেজাউল করিম আরমান। এর আগে তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র ছিলেন। গত সোমবার মাদ্রাসা কর্তৃপক্ষের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রহমতুচ্ছালাম অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন মুহাম্মদ রেজাউল করিম আরমান। গত ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম আরমান ২০০১ সালে মাদ্রাসায় আরবী বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন।
তিনি পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা সিরাজুল হকের বড় ছেলে। ১৯৯০ সালে দাখিল, ১৯৯২ সালে আলিম, ১৯৯৪ সালে তমিজিয়া মাদ্রাসা থেকে ফাযিল ও ১৯৯৬ সালে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া থেকে কামিল পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সকল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান এবং মাস্টার্সে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি বিগত ১৯৯৭ সালে রামু উপজেলার গর্জনিয়া ফয়জুল উলুম ফাযিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করে চার বছর যাবৎ দায়িত্ব পালন করেন। দায়িত্বপালনে তথকালীন সময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি লাভ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। বড় ছেলে মুহাম্মদ সালমান হাফেজে কুরআন, দাখিলে জিপিএ-৫ পেয়ে ঢাকা দারুন্নাজাত কামিল মাদ্রাসায় ভর্তি হন। ২০২৫ সালে তিনি ওই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিবেন। মেঝ ছেলে রাজিন রব্বানিও হাফেজে কুরআন, বর্তমানে নবম শ্রেণিতে পড়ছে। ছোট ছেলে মুহাম্মদ জাওয়াদ ইলাহী, কক্সবাজার নুরুল কুরআন আদর্শ হিফজ মাদ্রাসায় পড়ছে।
মুহাম্মদ রেজাউল করিম আরমান শিক্ষামন্ত্রণালয়, গর্ভনিংবডিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি ন্যায়নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি।