কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টুর বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেবে ও জবরদখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টুর ভাতিজা চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাটাখালী এলাকার জালাল উদ্দীনের ছেলে খোরশেদুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চকরিয়া থানায় হুমকিদাতা চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সেলিম ড্রাইভারের ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি ৫৮৪) রুজু করেছেন।
খোরশেদুল ইসলাম জানিয়েছেন, চকরিয়া থানার ৫০০ গজ পশ্চিমে দক্ষিণ বাটাখালী এলাকায় তাঁদের পৈতৃক বসতবাড়ি। ওয়ারিশী সম্পত্তি হিসেবে যুগ যুগ ধরে বসতবাড়িতে বৃদ্ধা দাদি, পিতা-মাতা, জেঠা ও চাচারা পরিবার নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন।বাড়িতে পুরুষ সদস্যরা না থাকার সুযোগে কতিপয় দখলবাজ চক্র আমাদের বাড়িভিটা দখলের জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছেন। অবশ্য আমাদের বাড়িভিটার এই জমি নিয়ে উচ্চ আদালতের (হাইকোর্ট) সিভিল রিভিশন মামলার (নং ১০৮১/৯৮) আদেশে চুড়ান্ত স্থিতাবস্থা বলবৎ রয়েছে। এরপরও অভিযুক্ত জামাল উদ্দিন নানাভাবে জবরদখল চেষ্টায় মেতে উঠেছে। এরই জেরধরে সর্বশেষ বুধবার ১১ ডিসেম্বর সকাল নয়টার দিকে জামাল উদ্দিনের নেতৃত্বে আরও দুই-তিনজন কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের বাড়ির সামনে নানাভাবে হুমকি-ধমকি দেয়। এসময় জামাল উদ্দিন আমাদের বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেবে, বাড়িভটা জবরদখল করবে, সেখানে বাধা দিতে গেলে পরিবার সদস্যদের প্রাণে হত্যা করবে, এমনকি সাজানো মামলায় জড়িয়ে পরিবারের নারী-পুরুষ সদস্যদের এলাকা ছাড়া করবে বলে শাসিয়ে যায়। এ অবস্থায় নিরুপায় হয়ে পরিবারের যানমালের নিরাপত্তা চেয়ে চকরিয়া থানায় আইনের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন বাদি খোরশেদুল ইসলাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, হুমকি দেওয়ার অভিযোগে জিডির তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে থানার এএসআই সাইদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।