কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, বিএমআই ইনস্টিটিউট, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউশন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, সরকারী-বেসরকারী ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী। তিনি উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বক্তব্য দেন। সভায় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এদিকে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ।