👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোররাত পর্যন্ত থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার (বর্তমান চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড খোন্দকারপাড়া) আবুল কাশেমের ছেলে রেজাউল করিম (৩০), বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুবনগর এলাকার মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ জুয়েল প্রকাশ তৌহিদ (২০), পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদারপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুর রহিম (২৭)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আসামি রেজাউল করিমের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং- ২২,তাং-১৭/১২/২০২৪, ধারা-৯(১)নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০), মোহাম্মদ জুয়েল প্রকাশ তৌহিদের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২৩,তাং-১৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং আবদুর রহিমের (২৭) বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং- ১৮/৪৬৩,তাং- ১৫/১২/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৮/ ৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৩৮০/৫০৬(২) পেনাল কোড তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার এসব আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।