👤 এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী জাকের খুনের মামলার প্রধান আসামি আহাদ হোসেন ওরফে বাবুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে চকরিয়া থানার এসআই ইমরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর হারবাংস্থ আজিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামি আহাদ হোসেন বাবু উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের তেচ্ছিপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাছ ব্যবসায়ী জাকের হোসেনকে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ও পরিবার সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহত জাকের হোসেনের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হাসান। তিনি বলেন, ঢেমুশিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে নিহত জাকের হত্যা মামলার প্রধান আসামি আহাদ হোসেন হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের মাধ্যমে প্রধান আসামির অবস্থান নিশ্চিত হয়ে থানার ওসির নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর হারবাংস্থ আজিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আসামি আহাদ হোসেন বাবুর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি (চাকু) উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে নিহত জাকের হত্যা মামলার প্রধান আসামি আহাদ হোসেন বাবুকে মঙ্গলবার ভোরে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরে তাঁকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে আসামি আহাদ হোসেন বাবু ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।