No reporter name available.
চট্টগ্রামের জসীমউদ্দীন নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরের বন্দর থানার টিজি কলোনি ময়লার ডিপো এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, আবর্জনার ভাগাড় থেকে ভাত, রুটিসহ খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন জসীমউদ্দীন। পরে এই খাবার বিক্রি করতেন বিভিন্ন মাছের খামারে। উচ্ছিষ্ট খাবার সংগ্রহ ও বিক্রির এই ব্যবসার বিরোধ থেকে খুন করা হয় তাঁকে।
জসীমউদ্দীনের চাচা বশির উদ্দীন বলেন, খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে বিক্রি নিয়ে তাঁর ভাতিজার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে গতকাল রাতে বাসার সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁরা মামলা প্রস্তুতি নিচ্ছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে পুলিশ নজরদারিতে রেখেছে।