👤 নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পুলিশ অভিযান চালিয়ে একটি বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আতাহারুল হক (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ায় এ অভিযান চালানো হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপনের মাধ্যমে পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে পূর্ব দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য নির্দেশ দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক যাত্রী একটি প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যান। ইজিবাইকে থাকা অপর যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় ১০টি গুলি। পরে ঘটনাস্থল থেকে প্যাকেটটি উদ্ধার করে পুলিশ। প্যাকেটটি খুলে পাওয়া যায় দেশে তৈরি একটি বন্দুক।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। তাঁকে আজ বুধবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।