Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় ডাম্প ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তাঁর স্ত্রী শাহিন আকতার (২৯), তাঁদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)। এ ঘটনায় নিহত ফিরোজ-শাহিন দম্পতির আরও দুই সন্তান আহত হয়েছে।তারা চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা আঞ্চলিক মহাসড়ক হয়ে টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফিরোজ আহমদ মারা যান। উন্নত চিকিৎসার জন্য তাঁর তিন শিশুকে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছয় মাস বয়সী জাহেদুল ইসলাম মারা যায়। অন্য দুই শিশু মো. শাহেদ (৭) ও জান্নাত (৪) চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা । পেকুয়া থানার চত্ত্বর থেকে তোলা। ছবি সমুদ্র সংবাদ

ফিরোজ আহমদ চকরিয়া পৌরশহরের হাসপাতাল রোডে একটি মোটর পার্টস ও গ্যারেজে চাকরি করতেন। কর্মস্থলের পাশে বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে থাকতেন তিনি। বাসাটির মালিক বলেন, ফিরোজ আহমদের স্ত্রী শাহিন আকতার বাসে চড়তে পারেন না, বমি করেন। একারণে তাঁরা পরিবার নিয়ে অটোরিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে ফিরোজ, স্ত্রী শাহিন ও তাঁদের সন্তান জাহেদুল মারা গেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পরপর ফিরোজই তাকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বউ-বাচ্চাদের হাসপাতালে নিচ্ছেন, আমি যেন হাসপাতালে যাই। আমি হাসপাতালে যেতে যেতে ফিরোজও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়। আরেকজন হাসপাতালে পৌঁছার পরপরই মারা যান। আহত তিনজনকে চকরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন মারা গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পাঁচজনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

2Shares