👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় দোহাজারি-কক্সবাজার রেলপথে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মীর কাশেম (৬১)। তিনি পাবর্ত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী হায়দারনাশি গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার আইকনিজ রেলস্টেশন বেলা সাড়ে ১২টার দিকে থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ডুলাজাহাজারা রেলস্টেশন পার হয়ে মালুমঘাট বাজার এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় মীর কাশেম ট্রেনে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মীর কাশেম রেল লাইন দিয়ে হেঁটে পার হওয়ার সময় কাটা পড়েন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মামুন বলেন, ‘দুপুর দেড়টার দিকে এক বৃদ্ধ রেলপথ পার হতে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়ে গেছে।’
এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। মনে হচ্ছে নিহতের পরিবার লাশ নিয়ে গেছেন। সেখানে রেলওয়ে পুলিশের একটি টিম যাচ্ছেন।’