👤 সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে জালালাবাদ কিংস স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
বৃহত্তর লরাবাক ক্রীড়া সংস্থা আয়োজিত উদ্বোধনী খেলায় বান্দরবান ফুটবল একাদশের সঙ্গে সওদাগর পাড়া ক্রীড়া সংস্থা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৪-০ গোলেই জয় লাভ করেন সওদাগর পাড়া ক্রীড়া একাদশ।
জালালাবাদ প্যানেল চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান।
বিশেষ অতিথির মধ্যে ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার রাশেল উদ্দীন, ঈদগাঁও থানার এসআই নুর আল আহসান, ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মামুন সিরাজুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, আয়াছুর রহমান, মো. জুবাইর, মেম্বার নুরুল হুদা ও মেম্বার রফিকুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৬ টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন জাতীয় রেফরি পলাশ দে, সহকারী হিসেবে ছিলেন আহমদ কবির ও সুমন দে।