Search
Close this search box.
Search
Close this search box.

মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী ও মেদাকচ্ছপিয়া পিপলস ফোরাম (পিএফ) সাধারণ কমিটির সভা আকতার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার দুপুরে মেদাকচ্ছপিয়া সিএমসি অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহমদ।

নেকম ইকোলাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সহায়ক আবুজাফর মো. সেলিম ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ফাঁসিয়াখালী পিপলস ফোরাম সভাপতি পারভীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেদাকচ্ছপিয়া সিএমসির সহসভাপতি শফিকুর রহমান মেম্বার, ফাঁসিয়াখালী সিএমসির সহসভাপতি এলমুন নাহার মুন্নী, নেকম ইকোলাইফ প্রকল্পের গর্ভনেন্স, ক্যাপাসিটি ও পিএসসি ম্যানেজার আফরোজা খাতুন, সাইট অফিসার সিরাজুম মনির, মেদাকচ্ছপিয়া বন বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, ফাঁসিয়াখালী সিএমসি সদস্য রুনেন্দু বিকাশ দে ও মেদাকচ্ছপিয়া সিএমসি সদস্য সেলিম উদ্দীন প্রমুখ।

এসময় নেকম প্রতিনিধিসহ মেদাকচ্ছপিয়া-ফাঁসিয়াখালীর পিপলস ফোরামের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares