👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ওরফে সাঈদীকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল করিম চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মৃত ইছহাকের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ফজলুল করিমকে র্যাবের একটি দল ফেনী থেকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার বিকেল তিনটার দিকে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে ২০১৮ সালে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের গাড়িবহরে হামলা মামলা, গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা, একই দিন মাতামুহুরী সেতু এলাকায় ইজিবাইক পুড়িয়ে নাশকতা চালানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি।
ওসি বলেন, আজ শনিবার বিকেল চারটার দিকে ফজলুল করিমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হচ্ছে।